মুজিব পরদেশী - আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে (স্ব-কন্ঠে)
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
দিনে রাইতে তোমায় আমি,
খুঁইজা মরিরে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে,
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে।।
যদি না পায় তোমারে, আমার জীবনের তরে।।
সোনার জীবন অঙ্গর হইব, তোমার লাইগারে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই।
মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই।
পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই।
যদি না পায় সেকালে, প্রেম যাইবে বিফলে।।
তখন কিন্তু বলব আমি, প্রেম কিছুই নারে . . . .
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে।।
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে...
Mujib Pardeshi - Amar Shona Bondhu Re, Tumi Kothai Roila Re (Own Voice) | |
| 1,114 Likes | 1,114 Dislikes |
| 249,436 views views | 90,602 followers |
| Music | Upload TimePublished on 18 Dec 2016 |
No comments:
Post a Comment