রাজ্জাক দেওয়ান - আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কোকিলে (মমতাজ বেগম)
“আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো মরার কোকিলে
আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো”
কোকিল প্রতীকে তিনি কার কথা বলেছেন? কে কবির ঘুম ভাঙান? লালনের ‘অচিন পাখি’ কিংবা হাসনের ‘মন মুনিয়া’ই যে রাজ্জাক দেওয়ানের ‘মরার কোকিল’। এই কোকিল রাজ্জাকের মন বোঝে না, তাঁকে উদাসী বানিয়ে তোলে, তাঁকে ফাগুনের আগুন দিয়া তিলে-তিলে মারে আর গাছের ডালে-ডালে নেচে বেড়ায়। কোকিলের ডাকে দেওয়ান ব্যাকুল হন।
আমায় উদাসী বানাইয়া গেল, বসন্তেরই কালে গো, মরার কোকিলে।
আমার ঘুম ভাঙ্গাইয়া দিল গো, মরার কোকিলে।
আমায় উদাসী বানাইয়া গেল গো, মরার কোকিলে।
মন বোঝে না মরার কোকিল,
আন্দাজে গান তোলে,
ফাগুনেরই আগুন দিয়া,
মারে তিলে-তিলে।
কত কী করে কোকিল,
নাইচা নাইচা ডালে গো, মরার কোকিলে।
বনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে,
আমারে পাগল করিয়া গাছে আগায় দোলে,
ছাতু-ছোলা খায় না কোকিল,
আদর কইরা দিলে গো, মরার কোকিলে।
কানতে-কানতে ঘুমাই যখন নিশি রাইতে কালে,
ঘুম আসিলে স্বপন দেখি, আমি বন্ধুর কোলে।
আরে আদর কইরা, হাতে ধইরা - দেয় বন্ধুর চুলে গো, মরার কোকিলে।
উইড়া যা রে বনের কোকিল, উইড়া যা রে জঙ্গলে,
মাথার কিরা দিলাম তোরে, আর ডাকিস না ডালে,
মাতাল রাজ্জাকেরে মাইরা লাভ কি?
বিষ মাখা জঙ্গলে গো, মরার কোকিলে।
Razzak Dewan - Amar Ghum Vangaia / Bhangiye Gelo Go Morar Kokile (Momtaz Begum)
Matal Razzak Dewan - Amar Ghum Bhangaiya Dilo Go Morar Kokile (Momtaz Begum) | |
| 38 Likes | 38 Dislikes |
| 12,166 views views | 90,602 followers |
| Music | Upload TimePublished on 7 Jun 2016 |
No comments:
Post a Comment