ক্বারী আমির উদ্দিন - লোকে বলে আমার ঘরে না কি চাঁদ উঠেছে (আরিফ দেওয়ান)
লোকে বলে আমার ঘরে না কি চাঁদ উঠেছে,
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।।
বিশ্বাস করে না ওরা,অবিশ্বাসী মন
তবুও কয় দেখিতেছি’ চাঁদেররি কিরণ ।
(আমি) ডাক দিয়ে কই এসোনা, নিজের চোখে দেখোনা
হৃদয় সিংহাসনে আমার’কে বসেছে ।।
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।
কপাল পুড়া আমার ডাকে সাড়া নাহি দিলো
পুর্বাপর ভাল বটে’ দু’এক জন আসিলো ।
(ওরা) রুপ দেখিয়া বলেরে ভাই, এই রুপের তুলনা নাই,
কোটি চাঁদে চরন তলে(যারে) ধরা দিয়েছে ।।
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।।
নগরবাসী বেহুস হইয়া, ঘুম নাক ডাকায়
আমীর উদ্দিন প্রেমের ভাবে রুপে মুর্তি চায় ।
ভক্ত যারা দিয়া প্রাণ,গাহে বন্ধুর জয় গান
সখিগনে বন্ধুয়ারে সেবা দিতেছে ।।
না গো না’ চাদ নয়, আমার বন্ধু এসেছে ।।
Kari Amir Uddin - Loke Bole Amar Ghore Naki Chad Utheche (Arif Dewan) | |
| 73 Likes | 73 Dislikes |
| 16,346 views views | 90,602 followers |
| Music | Upload TimePublished on 26 Dec 2016 |
No comments:
Post a Comment